স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট পরিচালনার দায়ে ময়মনসিংহ শহরে চার প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের নতুন বাজার, সাহেব আলী রোড, সি.কে ঘোষ রোড, চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম বলেন, সীমিত আকারে দোকানপাট খোলার কথা বলা হলেও তা স্বাস্থ্যবিধির শর্ত মেনে খুলতে হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই শর্ত না মেনেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেলসম্যানদের মাস্ক-হ্যান্ড গ্লাভস না থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা না থাকা, দোকানের প্রবেশ মুখে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অপরাধে রয়েল কনফেকশনারি, স্বপ্ন সুপারশপ, বাটা শো-রুমকে ২০ হাজার করে ৬০ হাজার ও মিলান মেগা মলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তাদের সতর্ক ও ক্রেতা সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।