মুশফিকুর রহিমের নিলামে তোলা ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে এই ব্যাট দিয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে ব্যাপক ত্রাণ কার্যক্রম চালিয়ে আসা ‘আফিদ্রি ফাউন্ডেশনের’ মাধ্যমেই শুক্রবার রাতে ২০ হাজার ডলারে (বাংলাদেশী টাকায় ১৬ লাখ ৮০ হাজার টাকায়) মুশফিকের ব্যাটটি কিনেন আফ্রিদি।
এর আগে, করোনা দুর্গতদের সহায়তা করতে গত শনিবার রাতে ব্যাট নিলামে তোলেন মুশফিকুর রহিম। কিন্তু আকাশছোঁয়া দাম উঠলেও বেশিরভাগ বিডারই ছিলেন ভুয়া। এর ফলে কিছু সময়ের জন্য নিলাম বন্ধ রাখা হয়। অবশেষে অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে ফেসবুকে নিজেই বিজয়ীর নাম ঘোষণা করেন মুশফিক।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাট দিয়েই দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।