ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের বেশির ভাগই তরুণ। তথ্য বিশ্লেষণ করে মোট আক্রান্ত ২১৬ জনের মধ্যে ১৫৮ জনের বয়স পাওয়া গেছে। এদের মধ্যে ৫৪ জন বয়স্ক লোক। ৪৪ জনের বয়স দেওয়া নাই। বাকিরা সবাই তরুণ। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তের মধ্যে ৬ জন শিশু এবং ৫২ জন বয়স্ক পাওয়া গেছে। ময়মনসিংহের নতুন প্রজন্মের তরুণরা লকডাউন ভেঙে ঘরের বাইরে বের হয়ে আসছে। স্বাস্থ্য বিধি না মেনে তারা অলিগলিতে আড্ডা দিচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫ জন।