ময়মনসিংহ জেলার ০৭ জনসহ বিভাগে মোট ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (১৫মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষা করে ১২ টি নমুনায় কোভিড-১৯ (COVID-19) পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ০৭ জন, নেত্রকোণা জেলার ২ জন এবং জামালপুর জেলার ৩ জন।
ময়মনসিংহের ০৭ জন হলেন: ফুলপুরে ২ জন,ফুলবাড়িয়ায় ২ জন, ভালুকার ২জন ( ডাক্তার) , ঈশ্বরগঞ্জ ১ জন।
এছাড়াও নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ২ জন , জামালপুর জেলার ইসলামপুরে ২ জন, এবং মাদারগঞ্জের ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১২০২ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ২০ হাজার ৬৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
শুক্রবার (১৫ই মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।