ময়মনসিংহে সাড়ে তিনশতাধিক যৌনকর্মীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রাতে জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ এর উদ্যোগে নগরীর যৌনপল্লীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ যৌনকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
করোনা দুর্যোগে তাদের যেকোন সহযোগিতায় পাশে থেকে সাহায্য করারও আশা ব্যক্ত করেন। তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।