ময়মনসিংহ মেডিকেল করেজে স্থাপিত পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ৪ ধাপে মোট ৩০৩ টিন নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তার মধ্যে ২১জন ময়মনসিংহ বিভাগের রোগীর নমুনা ছিল। বাকি ২জন ছিলেন গাজীপুরের শ্রীপুরের ১জন ও টাঙ্গাইলের গোপালপুরের ১জন। ময়মনসিংহ বিভাগের আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৩জন, জামালাপুরের ১জন ও নেত্রকোনার ৭জন। ময়মনসিংহ জেলার ১৪জনের মধ্যে জেলা সদরের মাসকান্দার ২জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ ডাক্তার, ৪ সিনিয়র নার্স ও ২জন স্টাফ, ঈশ্বরগঞ্জের ১ ডাক্তার, ভালুকার ১জন রয়েছেন। নেত্রকোনার ৭ জনের মধ্যে নেত্রকোনা সদরের ১ ডাক্তারসহ ৫ জন, মদনের ১জন, বারহাট্টার ১ জন। অপরদিকে জামালপুরের বকশিগঞ্জের ১ জন আক্রান্ত হয়েছেন।
বিস্তারিত আসছে….