ওপেনার লিটন দাস রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে ক্রিজে এসেছিলেন ইমরুল কায়েস। কিন্তু শূন্য হাতে ফিরেন তিনি। এরপর তামিম ইকবালের সাথে জুটি বেঁধে মারমুখী ব্যাটিংয়ে দলের ভিত্তি মজবুত করছেন মুশফিকুর রহিম। এই জুটির সংগ্রহ অর্ধশত ছাড়িয়ে গেছে আরো আগেই।
মুশফিকের সংগ্রহ ৪০ বলে ৩৮ রান। হাঁকিয়েছেন চারটি বাউন্ডারি।
আর তামিমের ৩৭ বলে ৩৩ রান। ইতোমধ্যে চার-ছক্কা দুটি মেরেছেন। তিনটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকিয়েছেন।
এর আগে দুপুর ১টায় শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেটি শুরু হয়।
আজ বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে টাইগাররা।
তবে ওয়েস্ট ইন্ডিজ একটি পরিবর্তন এনেছে। কাইরন পাওয়েলের পরিবর্তে মাঠে নামিয়েছে চন্দরপল হেমরাজ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টোন টেজ, সাই হোপ, সিমরন হেটমিয়ার, কেমার রচ, কেমো পল ও ওসানে থমাস।