ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. কামরুল হাসান।
বৃহস্পতিবার (১৪ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জয়নাল আবেদীন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব (সাভারের বিপিএটিসির এমডিএস হিসেবে বদলির আদেশাধীন) মো. জাহাঙ্গীর আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে মো. কামরুল হাসান জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ রকিবুল ইসলাম (প্রয়াত) মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মা মোছাঃ মনোয়ারা বেগম ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ‘সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরীতে মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননায় ভূষিত হন।
এছাড়া, পেশাগতজীবনে সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত জনাব কামরুল হাসান ইতিপূর্বে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবেও সফলভাবে তাঁর উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সফলভাবে পালন করেছেন।