ময়মনসিংহ জেলার ১৫ জনসহ বিভাগে মোট ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (১৩মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে তিন স্লটের সর্বমোট ২৮২ টি নমুনা পরীক্ষা করে ১৮ টি নমুনায় কোভিড-১৯ (COVID-19) পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, নেত্রকোণা জেলার ১ জন এবং জামালপুর জেলার ২ জন।
ময়মনসিংহের ১৫ জন হলেন: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ ডাক্তারসহ ২ জন, ধোবাঊড়ায় ৫ জন, মুক্তাগাছায় ২ জন , ভালুকায় ৩ জন, ফুলবাড়িয়ায় ২ জন, ঈশ্বরগঞ্জে ১ জন ( তার বাড়ি গৌরীপুরের ভাঙ্গনামারি। সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে কর্মরত)।
এছাড়াও নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ১ জন, জামালপুর জেলার বকশীগঞ্জে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৮৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৫৭ জন, জামালপুরে ১১১, নেত্রকোনায় ৮০ জন,” শেরপুরে ৩৯ জন আক্রান্ত।