প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিনের সৃষ্ট মামলাজট নিরসনে মহামান্য সুপ্রীম কোর্টের নির্দেশে ময়মনসিংহেও ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম ১৩ মে বুধবার থেকে শুরু হয়েছে। ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বুধবার দুপুরে ময়মনসিংহ জজ কোর্টের বিচারক জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আটক এক ব্যবসায়ির জামিন শুনানী করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নূরুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ ভার্চ্যুয়াল কোর্টে আসামি পে জামিন আবেদন করেন। রাষ্ট্রপে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ওয়াজেদুল ইসলামের বক্তব্য শুনে বিজ্ঞ বিচারক অভিযুক্ত ব্যবসায়ির জামিন মঞ্জুর করেন। মামলাজট নিরসনে ভার্চ্যুয়াল কোর্ট যুগান্তকারি ভূমিকা পালন করবে এবং ভূক্তভোগীরা সুফল পাবে বলে আইনজীবীরা মনে করেন।