ঢাকাTuesday , 12 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৫০০ পরিবার পেলো স্টেজ ফর ইয়ুথের খাদ্য সহায়তা

Link Copied!

ময়মনসিংহ শহরে ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘স্টেজ ফর ইয়ুথ’। মঙ্গলবার ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটুর উপস্থিতিতে এই খাদ্য সহায়তা প্রদান করেন স্টেজ ফর ইয়ুথের প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন।

সামাজিক দূরত্ব নীতি মেনে এ সময় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ইলিয়াস। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের ৬৪ জেলায় স্টেজ ফর ইয়ুথের উদ্যোগে ১০ হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। যদি লকডাউন এভাবে থাকে এবং ভাইরাসের প্রকোপ না কমে তা হলে এভাবে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা।

এ সময় উপস্থিত ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু বলেন, খাদ্য সহায়তা প্রদানে স্টেজ ফর ইয়ুথের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। ময়মনসিংহে ভবিষ্যতেও সংগঠনটির এ ধরণের উদ্যোগ চালু থাকবে বলে আশা করি। তাদের এই উদ্যোগে সর্বদা পাশে থাকব।

উল্লেখ্য, সৃজনশীল তরুণদের নিয়ে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম স্টেজ ফর ইয়ুথ ইলিয়াস হোসাইনের হাত ধরে গত বছর সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। তরুণদের নিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বে কাজ করে যাওয়া তাড়না থেকে এই সংগঠনের জন্ম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।