না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৭, মৃত্যু ১

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এসময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ ব্যক্তি সুস্থ হয়েছেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪৩২ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৪৩২ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৭ জনের আর সুস্থ হয়েছেন ১৬০ জন।

Share this post

scroll to top