বিড়ি শিল্প বন্ধ করলে সিগারেটও বন্ধ করতে হবে : ময়মনসিংহে মানববন্ধনে বিড়ি শ্রমিকরা

বিড়ি মানববন্ধনময়মনসিংহে বিড়ি শিল্প বন্ধ না করার দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার সকালে বিড়ি শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিড়ি শিল্প বন্ধ না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা মানববন্ধনে বলেন, দেশে বিড়ি শিল্প বন্ধ করতে বিভিন্ন ধরণের কুটকৌশল চালাচ্ছে বড়বড় সিগারেট কোম্পানীরা। যদি বিড়ি শিল্প বন্ধ করতেই হয় তবে যেন সিগারেটকেও বন্ধ করা হয়। আগে সিগারেট উৎপাদন ও সরবরাহ বন্ধ নিশ্চিত করে পরে নিম্নবিত্ত বিড়ি শ্রমকিদের দিকে নজর দিতেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আইয়ুব আলী ও সদস্য রবিন মিয়াসহ প্রমূখ।

Share this post

scroll to top