ময়মনসিংহে শসা ক্ষেতে অবৈধ বিদ্যুতের লাইন: প্রাণ গেলো নারীর

Gouripur Women deadময়মনসিংহের গৌরীপুরে জীবজন্তুর আক্রমণ থেকে শসা ক্ষেতকে রক্ষা করতে অবৈধ বিদ্যুতের তার জড়িয়ে রাখে অসাধু ব্যক্তি। পরে ওই ক্ষেতের বিদ্যুতের লাইনে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের সল্প পশ্চিমপাড়ার মাওলানা বাড়ির মোছলেমউদ্দিনের স্ত্রী নাজমা আক্তার(৪০) নিজ গরুর রশি ছুটে যাওয়ায় গরুকে ধরতে যান। পরে গরু পাশ্ববর্তী মইজউদ্দিনের ছেলে মালিক চাঁনের শসা ক্ষেতে ঢুকে যায়। নাজমা আক্তার শসা ক্ষেতের  ভেতর থেকে গরুকে আনতে গেলেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ময়মনসিংহ লাইভকে জানান, আমরা ঘটনাস্থলেই আছি। যে ব্যক্তি অবৈধ লাইন দিয়েছে শসা ক্ষেতে সে এখন পলাতক রয়েছে। আমরা লাশটি ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

gouripur1

OC gouripur

Share this post

scroll to top