ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী পুরাতন গোদারাঘাটে এ অভিযান চলে।
সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা হলেন – জিলকী গ্রামের আনোয়ার হোসেন আরিফ, সুজন মিয়া ও কালিরবাজারের বিল্লাল হোসেন। তাদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, ‘ইজারার মেয়াদ শেষ হওয়ায় এখান থেকে বালি উত্তোলন সম্পূর্ন নিষিদ্ধ। ইতিপূর্বে তাদেরকে সতর্ক করাসহ নোটিশ প্রদান করা হয়েছে। আইন অমান্য করে বালি উত্তোলনের দায়ের তাদের ১৫ দিন করে জেল প্রদান করা হয়।’