ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সকল শ্রমিকের ত্রাণ ও প্রণোদনা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৫ টি শ্রমিক ইউনিয়ন।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, মোটর সাইকেল মেকানিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি হযরত আলী, মোটর ওয়ার্কসপ মেকানিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুল ইসলাম কাঞ্চন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ মিন্টু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী, রঙ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধন কর্মসূচীতে ময়মনসিংহের দর্জি, হোটেল, মেকানিক, নির্মাণ, রঙ ও স’মিল শ্রমিক ইউনিয়নসহ ১৫ টি শ্রমিক ইউনিয়নের নেতারা অংশগ্রহণ করেন।