ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী শরীফ (১৫) কে হুইলচেয়ার উপহার দিলেন ওসি মোখলেছুর রহমান আকন্দ। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শরীফ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধ হয়ে বেড়ে ওঠে। বেড়ে ওঠার সাথে সাথে মানসিক ও বাক প্রতিবন্ধীর বিষয়টিও ধরা পরে। হত দরিদ্র আবুল কাশেম ছেলেকে নিয়ে পড়েন বিপাকে। গত তিন বছর আগে শরীফ একটি হুইলচেয়ার পেলেও বর্তমানে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়াতে তার চলাচল বিঘিœত হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ফেরদৌস কোরাইশী টিটু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী শরীফকে নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানে নজরে পড়লে তিনি একটি হুইলচেয়ার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সোমাবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে শরীফ ও তার মায়ের কাছে ওই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, শরীফ ও তার মায়ের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী শরীফকে হুইলচেয়ার দিতে পেরে আমার বিষণ ভালো লাগছে।