বকেয়া বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের আন্দোলন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন গোল্ডেন সান লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (১১ মে) সকাল সাড়ে আটটা থেকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় কারখানার সামনে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক  জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয় নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বোনাস পরিশোধ না করার কথা জানায় কর্তৃপক্ষ। তাই বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

কারখানার ম্যানেজার ওমর হায়দার  বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চ মাসের বেতন আগামি ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে। এছাড়া বোনাসের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা চলছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

Share this post

scroll to top