ঢাকাTuesday , 11 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাক

Link Copied!

গোলাম মাওলা রনির ফেসবুক আইডি আজ মঙ্গলবার ভোররাতে হ্যাক হয়েছে। তিনি নিউমার্কেট থানায় জিডি করেছেন। তার নিজস্ব এই আইডির বন্ধু সংখ্যা ৪৯৬৩ এবং ফলোয়ার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩০৪ জন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসনে প্রতিযোগিতা করছেন গোলাম মাওলা রনি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক করা হল।

এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক এই সংসদ সদস্য। জিডি নম্বর ৫১৮।

জিডিতে গোলাম মাওলা রনি উল্লেখ করেন,‘আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। গতকালের পর এখানে আমি আর কোনো পোস্ট দেইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।’

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নয়া দিগন্তকে বলেন,‘নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশে আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

গোলাম মাওলা রনি আরো বলেন,‘আমার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পর আইডিটিতে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর কোনো ম্যাসেজ, স্ট্যাটাস ও পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকবো না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।