ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রোববার ৩ধাপে মোট ২৮২ টি নমুনায় ১৬টির মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১১জন রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের ২ জন ডাক্তার, ২জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফসহ ৬জন রোগী ও ভালুকার ১জন রয়েছেন। আর বাকিরা নেত্রকোনা সদরের ১জন, দুর্গাপুরের ১জন এবং শেরপুরের নালিতাবাড়ির ১জন ও নকলার ২জন রয়েছেন।
সূত্রে জানাযায়, ভালুকার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের নৈমুদ্দিনের ছেলে করোনা আক্রান্ত যুবক ইব্রাহিম খলিল গাজীপুরের বিয়েলা টেক্স কারখানায় ইলেকট্রিক অফিসার হিসেবে কর্মরত ছিল। সে গত ১০দিন আগে কর্মস্থল ত্যাগ করে নিজ বাড়িতে আসে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে মোট৪৩৭জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২২৪জন, জামালপুরে ১০৮ জন, নেত্রকোনায় ৬৬ এবং শেরপুরে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।