নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার। অভিযানের সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা হলো- জাহাঙ্গীর হোসেন (৩৪), কাউছার (৩৮), ইছাক ওরফে কালু মিয়া (৬০), আলমগীর হোসেন (২৮) ও একজন অপ্রাপ্ত বয়স্ক।
র্যাব জানায়, জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাঙ্গালমুড়ি এলাকায় ও কাউছারের বাড়ি একই থানাধীন উত্তর যাত্রাপুর এলাকায় এবং ইছাকের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানাধীন কাজী আবাদি এলাকায়। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ড ভ্যানে পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা।