করোনার প্রাদুর্ভাব ও সংক্রমণের কারণে ময়মনসিংহ নগরীর সব শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। তবে সকালে জেলা প্রশাসকের সাথে মিটিংয়ে ব্যবসায়ী নেতৃবৃন্ধরা দোকান চালুর ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। পরে দোকান মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা আলাদা বসে এ সিদ্ধান্ত নেন।
শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক রোববার থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা ছিল।
কিন্তু জেলার সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ী সংগঠনগুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।