বর্তমান উদ্ভুত করোনা পরিস্থিতিতে বিদ্যমান লক ডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা পায়ে হেটে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। এমন সময় এক শ্রেণির সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পরিবহন হতে চাঁদা আদায় করে আসছে। বিষয়টি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার অবগত হইলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে উক্ত চাঁদাবাজ কারীদের গ্রেফতার করার নির্দেশ দেন। জেলা গোয়েন্দা শাখার এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে ৯ এপ্রিল দুপুরে ময়মনসিংহ দিঘারকান্দা গোলচত্বর মোড় হইতে চাঁদা আদায় করা কালে হাতেনাতে ৯ চাঁদাবাজকে গ্রেফতার করেন। চক্রের এ সদস্যরা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠিয়ে দেওয়ার কথা বলে গাড়ীর চালকদের নিকট হইতে চাঁদা আদায় করছিল। পরিবহন হতে চাঁদা আদায়কালে মাসকান্দা গংসার মোড়ের মোঃ স্বপন মিয়া (৪২), মাসকান্দা শান্তিনগরের মোঃ রাব্বি (২২), পাটগুদাম এলাকার মোঃ কামরুজ্জামান (৩৫), মুক্তিযোদ্ধা পল্লীর মোঃ আল আমিন (২৩), বাঘমারা নাজমা ক্লিনিকের সামনের মোঃ হান্নান কবির (২২), আকুয়া মড়লবাড়ীর মোঃ শফিকুল ইসলাম শফিক (৩০), মইষামারী ফরাজী বাড়ীর মোঃ মোতালেব (৪২), ত্রিশাল দরিরামপুরের ফারুক আহম্মেদ (৫০),ও আলাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেন।-প্রেস বিজ্ঞপ্তি