স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ময়মনসিংহ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে সকালে টাউনহলে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক নায়রুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি সাংবাদিক মীর গোলাম মোস্তফা, দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে শহরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে দূর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।