বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের জনগণও আক্রান্ত। লকডাউনকালীন জাতির এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কর্মহীন সাময়িক অভাবগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন নির্মোহ প্রচারবিমুখ সমাজসেবক ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন।তারই ধারাবাহিকতায় দেশের এই দুর্যোগকালীন সময়ে পবিত্র রমজান মাসে সমাজের অভাবগ্রস্থ রোজাদারগণের মাঝে বিতরণের জন্য নিজ হাতে পোলাউ,মুরগীর মাংস ও আচার সহকারে উপাদেয় খাদ্যের দুই শতাধিক ইফতারের প্যাকেট গত ০৫-০৫-২০২০ মঙ্গলবার জাগ্রত ময়মনসিংহ পরিবারের সদস্য রনি রাসেল ও সুমন চন্দ্র ঘোষ,অনসাম্বল থিয়েটারের সভাপতি অাবুল মনসুর,মুদ্রণ প্রতিষ্ঠান গ্রাফিটির কর্ণধার শামীম আশরাফ সহ অন্যান্য সামাজিক সংগঠকদের হাতে তুলে দেন।উল্লেখ্য মানবতাবাদী নেত্রী অধ্যাপক দিলরুবা সারমীনের সাথে রান্না-বান্না থেকে শুরু করে প্যাকেটজাতকরণ কাজে তাকে সার্বক্ষনিক সহযোগিতা করেন তাঁরই সুযোগ্য স্বামী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক কিংবদন্তী ছাত্রনেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
ময়মনসিংহ জেলা মহিলা অাওয়ামী লীগ সহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে সামনে থেকে নেতৃত্বধানকারী মানবসেবার অগ্রপথিক অধ্যাপক দিলরুবা সারমীন বলেন,সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কারণেই জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অাহবানে উদ্ধুদ্ধ হয়েই করোনাকালীন দুর্যোগে নিজের চাকুরীর বেতনের টাকায় ও স্বামীর পৃষ্ঠপোষকতায় যথাসাধ্য সাময়িক অভাবগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি এবং মহান অাল্লাহতায়ালা তওফিক দিলে দেশের ক্রান্তিকালে অাগামীতেও মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
তিনি অারও বলেন,বিবেকের টানে মানবিক যেসকল কাজগুলি অামি করি সেগুলো নীরবেই করি কোনরুপ ফটোসেশন ছাড়া; আমি কখনোই প্রচার চাইনা, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম তথা মিডিয়ায় অাসুক সেটাও অামার কাম্য নয়।ব্যক্তিজীবনে দানশীল সদালাপী মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ময়মনসিংহবাসীর প্রিয়মুখ অধ্যাপক দিলরুবা সারমীনের বহুমুখী সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন
রাজনৈতিক -সামাজিক-সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।