সুস্থ হলেন ময়মনসিংহের ৭৫ বছর বয়সী ডা. পি এন সরকার। বৃহস্পতিবার ডা. পি এন সরকারে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। পেশায় তিনি একজন ডেন্টিস্ট। চিকিৎসাকালীন সময়ে তিনি নিজ বাসাতেই ছিলেন। নিজের জীবনের একটা কঠিনতম সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া, পরিবারসহ স্বজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা আর যাদের ভালবাসা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. পি এন সরকার।
পি এন সরকার জানান, রোগির সংস্পর্শের কারনেই গত ১৯ এপ্রিল করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ আসে। পরে তিনি শহরের পন্ডিতাপাড়ায় নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। এ সময় তিনি প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়েছেন। আর গরম পানি, চা এসব বেশি খেয়েছেন। গোসল করেছেন গরম পানি দিয়ে। কিছু ওষধও তিনি সেবন করেছেন। তাকে সেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন স্ত্রী অনিমা দেবনাথ এবং নিজ কন্যা ডা. নন্দিনী সরকার।