পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে নেতৃত্বের ভার দিলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। আসন্ন চতুর্থ আসরে ফখর জামান ও ইয়াসির শাহকে টপকে দলটির অধিনায়ক হলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
গত তিন আসরে লাহোরের অধিনায়ক ছিলেন আজহার আলি ও ব্রেন্ডন ম্যাককুলাম। প্রথম আসরে অধিনায়ক ছিলেন আজহার। আর পরের দুই আসরে ম্যাককুলাম।
পিএসএলে এই দু’জনের নেতৃত্বে লাহোরের পারফরমেন্সে কোনো পরিবর্তন আসেনি। ২৬টি ম্যাচের মধ্যে ১৮টিতে হেরেছে তারা। এখন পালা হাফিজের। তার নেতৃত্বে দল কতটা উন্নতি করে সেটি এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের টি-২০ অধিনায়ক ছিলেন হাফিজ। তিনি ১২২.৩৫ স্ট্রাইক রেটে ২৪৮টি ম্যাচ খেলে ৫২৪৪ রান করেন।