অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই লড়াইটা শুরু হয়ে গিয়েছিল। ভারতের চেয়ে অসিদের এগিয়ে রেখেছিল অনেকেই। তাদের ভুল প্রমাণ করে প্রথম টেস্ট জিতে নিলো ভারত। গড়লো ইতিহাস। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনো সিরিজের প্রথম টেস্টজয়ের উৎসবে মাততে পারেনি ভারত।

আজ অ্যাডিলেড টেস্টে ৩১ রানে জিতে নিয়ে চার টেস্ট সিরিজে এগিয়ে রইলো ভারত। রানের দিক দিয়ে এটি ভারতের তৃতীয় প্রতিদ্বন্দ্বি টেস্ট জয়।

অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিন সকালে আজ ৪ উইকেটে ১০৪ রান নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ইশান্ত শর্মার বলে ট্রাভিস হেড সাজঘরে ফিরেন। এরপর জসপ্রীত বুমরাহর বোলিং তোপে দিশেহারা হয়ে মাঠ ছাড়েন তিন অসি ব্যাটসম্যান। বাকি কাজটুকু করেন মোহাম্মদ শামি আর রবিচন্দ্রন অশ্বিন।

২৯১ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। জয় নিয়ে মাঠ ছাড়ে বিরাট অ্যান্ড কোং।

শামি, বুমরাহ ও অশ্বিন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। একটি ভাগে পান ইশান্ত।

এর আগে প্রথম ইনিংসে অসি বোলারদের তোপে ২৫০ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে আরো বিপদে পড়ে। ২৩৫ রানে শেষ হয় প্রথম ইনিংস।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কে রাহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোর দাঁড় করায় ভারত। এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ৩১ রানের হার। প্রথম টেস্টজয়ের আনন্দে ভাসে ভারত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *