ময়মনসিংহে কালবৈশাখীর তান্ডবে, ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে এবং বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আগামীকাল ৫ মে (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যার পূর্বে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর তান্ডবে বিভিন্ন স্থানে গাছপালা উপরে গিয়ে বিদ্যুৎলাইনের তাড় ছিড়ে যায়। এতে পিডিপি ও পল্লীবিদ্যুতের লক্ষ লক্ষ গ্রাহকের ঘরবাড়িতে বিদ্যুৎ সরবারাহ বন্ধ যায়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে গাছপালা ও কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ঝড়ে পাকা ও আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।
এছাড়াও বজ্রপাতে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাচপাড়া গ্রামের দিনমজুর ফরিদ মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন(৫৫) নিজবাড়ির আঙ্গিনায় মারা গেছেন। নিহতের পারিবারিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ বজ্রপাতে নিহত নারীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।