ময়মনসিংহে করোনাকে জয় করে সুস্থ হলেন ১৩ জন

ময়মনসিংহ জেলায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। অপরদিকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

রবিবার (৩ মে) ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গত ৪ দিনে মোট ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ১০৩ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। এর মাঝে ১১২ জনই ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী। আক্রান্তদের মাঝে মৃত্যুবরণ করেছেন চারজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অনেকেই চিকিৎসা এবং হোম কোয়ারেন্টিনে থাকার পর ধীরে ধীর সুস্থ হয়ে উঠছেন। আগামীতে সুস্থ হওয়ার সংখ্যা বাড়বে। তবে একই সাথে এখন পরীক্ষার সুযোগ বাড়ার কারনে আক্রান্তেরও হারও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রমতে, জেলায় শুরুর দিকে গফরগাঁও পৌর শহরের ৬০ বছর বয়সী একজন নারী আক্রান্ত হন। তিনি গত ২৮ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মুক্তাগাছা আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের একজন পুলিশ সদস্যও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঈশ্বরগঞ্জের একই পরিবারের চার নারীসহ বেশ কয়েকজন রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Share this post

scroll to top