রংপুরে ঠিকাদার হত্যাকাণ্ডের ঘটনায় নারীসহ গ্রেফতার ৩

রংপুর রাজমিস্ত্রির ঠিকাদার এনতাজ আলী হত্যাকাণ্ডের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল ও মোবাইল।

মহানগরীর শেখপাড়ার একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রোকনুজ্জামান জানান, গত ১ মে সকালে লাশটি উদ্ধারের পরপরই নিবিড় তদন্ত শুরু হয়। প্রথমে ক্লু পাওয়া না গেলেও পরে হত্যাকাণ্ডের মূল হোতা শাহজামালকে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকরোক্তি অনুযায়ী অপর আসামি আবুল হোসেন ও মনজিলাকে গ্রেফতার করা হয়। এসময় আসামি যে মোটরসাইকেলটি চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিল সেটি এবং নিহতের মোবাইল মাটির নিচ থেকে জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মোবাইল ট্র্যাকিং করে প্রযুক্তির সহযোগিতায় এই ক্লুলেস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। শাহজামালও রাজমিস্ত্রির ঠিাকাদার ও আবুল হোসেন রাজমিস্ত্রির সহযোগী ছিলেন। গ্রেফতার মনজিলা নামের ওই নারীর মাধ্যমে একটি নারীঘটিত বিষয় দেখে ফেলা নিয়ে বিরোধের জের এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা পরে জানানো যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোন পেয়ে বাড়ি বের হয়ে হয়েছিলেন রাজমিস্ত্রির ঠিকাদার এনতাজ আলী। শুক্রবার সকালে তার লাশ মেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভুট্টা ক্ষেতে। এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।

Share this post

scroll to top