দেশের ৫৮টি নিউজ সাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
দেশের ইন্টারনেট ব্যান্ডউইথের নিয়ন্ত্রক আইআইজি অপারেটরদের কাছে পাঠানো এক চিঠিতে গতকাল (৯ ডিসেম্বর) বিটিআরসি এই নির্দেশ দেয়।
ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমরা (৯ ডিসেম্বর) বিকালে এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছি। এবং ইতোমধ্যে তা বাস্তবায়ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এই নিউজ সাইটগুলোর মধ্যে রয়েছে- প্রিয়ডটকম, রাইজিংবিডিডটকম, রিপোর্টবিডিডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, জাস্টনিউজবিডিডটকম, ঢাকাটাইমস২৪ডটকম, বিডিপলিটিকোডটকম, পেজনিউজ২৪ডটকম, রেয়ারনিউজ২৪ডটকম, বিএনপিনিউজ২৪ডটকম এবং প্রথমবাংলাদেশডটনেট।