ময়মনসিংহের ভালুকায় প্রথম করোনা রোগী (৫২) রোববার ভোররাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের গজারীয়া খালপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের গজারীয়া খালপাড় এলাকার ওই লোক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালোসিস করতেন। গত ১৯ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষায় নমুনা দেন তিনি। সেখানে তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ে। ওইদিন রাতে বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসন ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডকে বিশেষ নজরধারিতে রেখে পুরো পৌরসভাকে লকডাউন ঘোষণা করেন। এবং পরদিন বিকেলে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়। ১২ দিন মৃত্যুর সাথে লড়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোহেলী শারমিন জানান, করোনায় মৃত ব্যক্তির ঠিকানা এমনকি কবে থেকে তিনি আক্রান্ত হয়েছিলেন তা তিনি নিজে জানেননা । তবে তিনি মৃতের দাফন নিয়ে ব্যস্ত আছেন বলে ময়মনসিংহ লাইভকে জানান