ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় দুই এএসআইসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম ও শাহ কামাল, কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।
শনিবার (২ মে) দুপুরে তাদের সাময়িক বরখাস্ত করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান।
তিনি জানান, কোতোয়ালী মডেল থানার ২ এএসআই ও ২ কনস্টেবলের বিরুদ্ধে দায়িত্ব পালন কালে বা অন্য সময়ে নগরীর পাটগুদাম ব্রীজ এলাকায় ট্রাক-পিকআপ, অটো-সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ছিল। পরে তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। পরে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান আরও বলেন, পুলিশে চাকুরী করলে সততার সাথে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে আমি এটি করতে দেব না।