ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে প্রথম করোনা রোগী সহ মোট ৫ জন সুস্থ হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐ ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করে তাদের বাড়িতে গিয়ে ছাড়পত্র ও ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এক নারী উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলে পরীক্ষার পর ১২ এপ্রিল রিপোর্টে পজেটিভ আসে। পরে ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশিসহ ৮জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হলে ১৬ এপ্রিল ওই নারীর মা, দুইবোন ও একজন প্রতিবেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক গাড়ি চালকের শরীরে করোনা শনাক্ত হয়। তার বাড়ি বড়হিত ইউনিয়নের একটি গ্রামে। ১৯ এপ্রিল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা হওয়া এক নার্সের করোনা শনাক্ত হয়। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। এরই মাঝে ২৮ এপ্রিল মঙ্গলবার নতুন করে জাটিয়া ইউনিয়নের টাংগনগাতি গ্রামের একজন ও পৌর সদরের কাকনহাটি গ্রামে একজনসহ মোট ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এনিয়ে উপজেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।