ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের প্রথম করোনা ভাইরাস শনাক্ত রোগি সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরেছেন। শনিবার উপজেলা নির্বাহী অফিসার তাকে শুভেচ্ছা জানান।
করোনা শনাক্ত নারী এক বছর পূর্বে বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরে চাকরি নেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায়। গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও চলে আসে। এর সাতদিন পর গত ১২ এপ্রিল তাকে এ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাঁর পরিবারের আরও ৪ জন সদস্য সংক্রমিত হয়েছিল করোনা ভাইরাসে। তাদের প্রত্যেকে যথাযথ আইসোলেশনে রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন তারা ৫ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ঈশ্বরগঞ্জে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত রোগি সুস্থ হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৬ কেজি আলু ও ৫ লিটার সয়াবিন তৈল খাদ্য সহায়তা দেয়া হয়।