ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা দুর্যোগের কারণে ঘরে থাকা কর্মহীন ১০ হাজার গ্রামবাসির মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে বিএনপি।
শনিবার সকালে মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এক হাজার দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু।
তিনি জানান, মাহে রমজান উপলক্ষে এক হাজার প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। ঈদের আগে আরো ৮ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।