নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট আক্রান্ত ৩২ জন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় একই পরিবারের এই পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের দুজন পুরুষ ও তিনজন নারী। সবাই পূর্ণ বয়স্ক।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম জানান, এক শ্রেণির মানুষের মধ্যে এখনো করোনাভাইরাসের বিষয়ে কোনো প্রকার সচেতনতাবোধ সৃষ্টি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও তারা তা তোয়াক্কা করছেন না। যার কারণে সোনারগাঁওয়ে আক্রান্তের সংখ্যা দিন-দিন বাড়ছে।
এরই মধ্যে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবাধে ঘোরাফেরা, ফেসবুকে অপপ্রচার ও সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অপরাধে কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে ঘোরাফেরা করায় প্রবাসী কয়েকজনকে জরিমানা করা হয়েছে।