সোনারগাঁওয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

Corona-attack

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট আক্রান্ত ৩২ জন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় একই পরিবারের এই পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের দুজন পুরুষ ও তিনজন নারী। সবাই পূর্ণ বয়স্ক।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম জানান, এক শ্রেণির মানুষের মধ্যে এখনো করোনাভাইরাসের বিষয়ে কোনো প্রকার সচেতনতাবোধ সৃষ্টি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও তারা তা তোয়াক্কা করছেন না। যার কারণে সোনারগাঁওয়ে আক্রান্তের সংখ্যা দিন-দিন বাড়ছে।

এরই মধ্যে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবাধে ঘোরাফেরা, ফেসবুকে অপপ্রচার ও সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অপরাধে কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে ঘোরাফেরা করায় প্রবাসী কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

Share this post

scroll to top