স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে নানা আয়োজনে আর্ন্তজাতিক দূর্নীতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে সকালে টাউন হলের এডভোকেট স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নায়রুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, ময়মনসিংহ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি সাংবাদিক মীর গোলাম মোস্তফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, দূর্নীতি একটি বৈশ্বিক সমস্যা । বাংলাদেশ সরকারের দূর্নীতির বিরোধী সুদৃঢ় অবস্থানের কারনে দক্ষিণ এশিয়াসহ সমপর্যায়ের অনেক দেশের তুলনায় বাংলাদেশ দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্প উন্নত আয়ের দেশে পরিণত হয়েছে। দেশে দূর্নীতির লাগাম টেনে ধরতে পারলে এ অর্জন আরো ত্বরান্বিত হবে।
সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে শহরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে দূর্নীতি বিরোধী তথচিত্র প্রদর্শন করা হয়।