লালমনিরহাটের হাতীবান্ধায় একটি জুতার দোকান থেকে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলোকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার বড়খাতা বাজারের রেলগেট এলাকায় সাফল্য সু স্টোর নামে দোকানের জুতার বাক্স থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
ওই দোকানের মালিক বাদশা মিয়া জানান, করোনার কারণে মাসখানেক হলো দোকান বন্ধ ছিল। তবে দোকান পরিষ্কার করার জন্য যখন দোকান খুলে জুতার বাক্স পরিষ্কার করতে শুরু করি, হঠাৎ দেখে চমকে উঠি। জুতার বাক্সে ২০০ গোখরা সাপের বাচ্চা। এ সময় স্থানীয়রা দ্রুত তা বের করে পিটিয়ে মেরে ফেলেন।
লালমনিরহাট জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, বিষয়টি আমাদের জানা ছিল না। তবে ছানাগুলো উদ্ধারের সময় খবর দিলে আমরা সেগুলো মেরে না ফেলার জন্য তাদেরকে অনুরোধ করতাম। এ ছাড়া সেগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হতো।