শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফের দাবি

 

সারাদেশের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ছয় মাসের জন্য মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ও ছাত্র সমাজের শীর্ষ নেতা আরো বলেন, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ব পরিবারের শিক্ষার্থীরা মহাবিপাকে পড়েছেন। কারণ তাদের অধিকাংশরেই পরিবার কৃষক, দিনমজুর, সামান্য আয়ের মানুষ। এসব শিক্ষার্থী মূলত টিউশনি করেই তাদের মেস বাসা ভাড়াসহ পড়ালেখার খরচ চালায়। করোনা পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিকরা মেস/বাসা ভাড়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। এই অবস্থায় তাদের পরিবার থেকে কোনোভাবেই ভাড়ার টাকা জোগান দিতে পারছেন না। উল্টো এসব পরিবারেরই স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত। এ কারণে প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে আগামী ছয় মাসের মেস বাসা ভাড়া মওকুফ করার দাবি জানানো হয়।

এ সময় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সোবহান মজিদ বিদ্যুৎ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরীফ আলী, কেন্দ্রীয় সদস্য রিয়াদ হোসেন, রংপুর জেলা যুগ্ম আহবায়ক আল আমিন সুমন উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top