কটিয়াদীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

corona syntom

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের (৪২) মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন। পেশায় ওই যুবক একজন ব্যবসায়ী।

জানা যায়, গত সোমবার সকালে পুরান ঢাকার চকবাজার থেকে বাড়িতে আসেন ওই যুবক। পরে দুইদিন শ্বাসকষ্টে ভুগেন তিনি। বুধবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

করোনার লক্ষণ নিয়ে তার মৃত্যুর বিষয়টি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত্যুর সময় তার শরীরে করোনার লক্ষণ ছিল। কটিয়াদী হাসপাতাল থেকে একটি টিম নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করতে গেছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Share this post

scroll to top