মান্দায় দুইজনের দেহে করোনা শনাক্ত

corona effected

নওগাঁর মান্দায় প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দুইজন রোগি শনাক্ত হয়েছে। নওগাঁ সিভিল সার্জনের উদ্ধৃতি দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান।

আক্রান্তদের একজনের বাড়ি উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে ও আরেকজন মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামে।

জানা গেছে, গত ২১ এপ্রিল নারায়নগঞ্জ থেকে কয়েকটি মাইক্রোবাসে করে উপজেলার মান্দা, ভালাইন ও পরানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৬ জন নারী-পুরুষ নিজ নিজ এলাকায় ফিরে আসেন। তাদের নিমবাড়ীয়া মাদরাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত ২২ এপ্রিল ২১ জন ও ২৩ এপ্রিল অবশিষ্ট ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ঐ দুজন নিজস্ব কমিউনিটি থেকে আক্রান্ত হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান জানান, বুধবার তাদের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সেখানে তাদের করোনা পজেটিভ আসে। তিনি আরো বলেন, আক্রান্ত একজনকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম ও মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top