জামালপুরে নতুন করে সিভিল সার্জনসহ আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো। এর মধ্যে চারজন সুস্থ হয়েছে এবং তিনজনের মৃত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০জন চিকিৎসক, ৩ জন নার্সসহ ২৮ জনই স্বাস্থ্যকর্মী, ৬ জন পুলিশ, ১ জন সাংবাদিক এবং অন্যরা গার্মেন্টস কর্মী, শ্রমিক, যুবক, নারী, কৃষক ও প্রতিবন্ধী।
নতুন আক্রান্তরা হলেন, জামালপুরের সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক, দুইজন স্বাস্থ্যকর্মী ও সদর উপজেলার বাঁশচড়া বৈঠামারি গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি।
উল্লেখ্য, জামালপুরে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, সরিষাবাড়ী উপজেলায় তিনজন, মেলান্দহ উপজেলায় তিনজন (ছাড়পত্রপ্রাপ্ত ২ জন), বকশীগঞ্জ উপজেলায় চারজন (ছাড়পত্রপ্রাপ্ত ২ জন), মাদারগঞ্জ উপজেলায় ১১ জন, দেওয়ানগঞ্জে উপজেলায় তিনজন (মৃত ১ জন), ইসলামপুর উপজেলায় ছয়জন (মৃতের নমুনা শনাক্ত ২ জন)।
এদিকে জেলা সদরসহ ৭টি উপজেলা থেকে এ পর্যন্ত ১১২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১ জনের।