ময়মনসিংহে ৭ ডাক্তারসহ করোনায় নতুন আক্রান্ত ২১

Corona-Mymensingh-Updateময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে সোমবার ৩ ধাপের ২৮২ টি নমুনা পরীক্ষায় মোট ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন। ১০ জনের ৬জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ৩জন স্টাফ। এছাড়া ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন বাবুর্চি আক্রান্ত হয়েছেন। আর জামালপুর জেলায় ১ ডাক্তারসহ ৮জন ও নেত্রকোনার আটপাড়ার ২জনসহ ৩জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এদিকে এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৪১ জন স্টাফ রয়েছেন। আর ময়মনসিংহ জেলায় আক্রান্ত হয়েছে ২৫জন চিকিৎসকসহ ৫৪ জন নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ। এখন পর্যন্ত করোনায় ময়মনসিংহ জেলায় মারা গেছেন ৩জন।

ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে গফরগাঁওয়ের ১২জন, নান্দাইলের ০২ জন, ঈশ্বরগঞ্জের ০৬ জন, মুক্তাগাছার ০৫ জন, সদর ও সিটি করপোরেশন এলাকায় ১৬জন, ভালুকায় ০১জন, ফুলবাড়িয়ায় ০১জন, ফুলপুরে ০৩জন, হালুয়াঘাটে ০৩ জন এবং ত্রিশালে ০২ জন আক্রান্ত হয়েছেন।

Share this post

scroll to top