গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুরের পূবাইলের সাতকোয়া এলাকায় রোববার মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

নিহত রবিউল ইসলাম রবু গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে পূবাইলের সাতকোয়া এলাকায় অভিযানে গেলে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন এবং তার অপর অন্য সহযোগীরা পালিয়ে যান।

পরে আহত রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে দাবি করে র‌্যাব।

ঘটনাস্থল খেকে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং তিন হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করার কথাও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Share this post

scroll to top