ময়মনসিংহে করোনায় আক্রান্তের হার বেড়ে ৩.৪১ শতাংশ

Corona-Mymensingh-Updateময়মনসিংহে গত রোববারও আক্রান্তের হার ১.৪৭ শতাংশ ছিলো। একদিনের ব্যবধানেই হয়ে গেল ৩.৪১ শতাংশ। এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪৫ জন। এদিকে ময়মনসিংহ বিভাগে রোগী বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের মতে এমনই তথ্য পাওয়া গেছে।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৬১টিতে রোগী চিহ্নিত হওয়ায় সারা দেশই এই ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ। সব বিভাগেই রোগী শনাক্ত হয়েছে। তবে গত চার দিনের পরিসংখ্যান বলছে, ঢাকা, চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রোববার আরো ১৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেলের ৯জন ডাক্তার ও ৬ স্টাফ নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন, ময়মনসিংহ সদরের ৩জন রয়েছেন একজনের বাসা শহরের আকুয়া এলাকায় , আরেকজন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ২জন হলেন শেরপুর সদর হাসপাতালের এক ডাক্তারসহ এক নার্স।  বাকিগুলো অন্যান্য জেলার আক্রান্ত ব্যক্তি। এদিকে এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৩৭ জন স্টাফ রয়েছেন। আর জেলায় আক্রান্ত হয়েছে ২৯জন চিকিৎসকসহ ৫০ জন নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ। এখন পর্যন্ত করোনায় ময়মনসিংহ জেলায় মারা গেছেন ৩জন।

Share this post

scroll to top