গাজীপুরের শ্রীপুর উপজেলার গত বুধবার রাতে জৈনাবাজার আবদার এলাকায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশন।
রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশনের পরিদর্শক হাফিজুর রহমান। গ্রেপ্তার হওয়া পারভেজ (২০) আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও ওই হত্যাকান্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিল।
পরিদর্শক হাফিজুর রহমান জানান, গতকাল রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের দায় ভার স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই।
এসময় পারভেজের ঘর থেকে তার দেখানো স্থান থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশন পরিদর্শক হাফিজুর রহমান।