কারাগারে থাকা বন্দিদের ইফতারের জন্য বরাদ্দ গতহ বছরই দ্বিগুণ করেছিল সরকার। বাড়ানো বরাদ্দের পরিমাণ অনুযায়ী ময়মনসিংহে এবারও কারাবন্দিদের ইফতার দেওয়া হয়েছে। ইফতারে প্রত্যেক কারাবন্দিকে শরবত, ছোলা, মুড়ি খেজুর ও কলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদফতর।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ জানান, আগে কারাবন্দিদের জন্য ইফতারে জনপ্রতি বরাদ্দ ছিল ১৫ টাকা। গত বছর বন্দিদের জন্য তা দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। এই দ্বিগুণ বরাদ্দেই বন্দিদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। সাধারণত ইফতারে আমরা যেধরনের খাবার খেয়ে থাকি বর্তমান বরাদ্দে তা সবই পর্যাপ্ত দেয়া সম্ভব হচ্ছে।