হিলিতে বকেয়া বেতনের দাবিতে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

হিলিতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জুটমিলের শ্রমিকরা। রোববার বেলা ১১টায় শত শত বিক্ষুব্ধ শ্রমিক আরনু জুটমিল গেটের সামনে সমবেত হয়ে একযোগে বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরনু জুটমিল কর্তৃপক্ষ জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে মিলের কার্যক্রম পুনরায় চালু করা হবে ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এমন বিক্ষোভের ঘটনায় আতঙ্কিত হিলির সাধারণ মানুষ।

আরনু জুটমিলের শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের কারণে গত দেড় মাস ধরে মিলের উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিক পক্ষ একবার ত্রাণ সহায়তা দিলেও পরে আর কোনো ত্রাণ দেয়া হয়নি। কথা ছিল যতদিন মিলের উৎপাদন বন্ধ থাকবে ততদিন প্রতি সপ্তাহে এক দিন করে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ তো দুরে কথা এখন বেতনের বকেয়া টাকাও তারা পাচ্ছে না। এর ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয়েছে জুটমিলের এসব শ্রমিকদের। শ্রমিকদের দবি, তাদের পাওনা টাকা বুঝে দিয়ে মিলের কার্যক্রম পুনরায় চালু করা হোক।

হাকিমপুর থানা পুলিশের এসআই মোহাম্মদ হালিম জানান, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরনু জুটমিলের ম্যানেজার মিজানুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মিলের কার্যক্রম পুনরায় চালু করা হবে ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

Share this post

scroll to top